অভিনব এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে।
ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ওই কার্যালয়ে বৃহস্পতিবার একটি চিঠির খাম খোলার সময় তা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
প্যারিস পুলিশ বিভাগ টুইটারে বলেছে, ঘটনার পর থেকে আইএমএফ ও বিশ্ব ব্যাংক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
পুলিশের সূত্রকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়, “আইএমএফ কার্যালয়ে একটি খাম খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং একজন কিছুটা আহত হয়েছেন।”
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ছয় সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো।
এর আগে বুধবারই জার্মানির অর্থমন্ত্রী ভোল্ফগ্যাং শোয়েবুলের কাছে একটি পার্সেল বোমা পাঠানো হয়। এঘটনার দায় স্বীকার করেছে কন্সপিরেসি অব ফায়ার সেলস নামে একটি গ্রিক জঙ্গি গোষ্ঠী।