দেশের খবর: ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’ প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আমন্ত্রণ পেয়েও ভিসা জটিলতায় নাসায় যেতে পারেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অলিক। তাই বিজয়ীদের রেখেই তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তা এবং বেসিসের দুইজনসহ মোট আট জন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। যা অনেকটা বর ছাড়াই বরযাত্রী যাবার মতো।
আইসিটি মন্ত্রণালয়ের একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে বর-কনে ছাড়া বরযাত্রী সেখানে গিয়ে কী করবে? তাদের সেখানে মোটেই কোনো কাজ নেই। তবু নিয়ম রক্ষার জন্য যাওয়া।
অবশ্য বিষয়টি স্পষ্ট করে ফেসবুক স্ট্যাটাসে টিম অলিক লিখেছে, আইসিটি মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়, আইসিটি ডিভিশন আমাদের সকল খরচ বহন করবে এবং সেইসঙ্গে নাসাকে ধন্যবাদ দেয়ার জন্য কয়েকজন সরকারি কর্মকর্তা আমাদের সঙ্গে যুক্ত হবেন।
ফ্লোরিডায় নাসা কেনেডি স্পেস সেন্টারে ২১-২৩ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিযোগীরা ছাড়া যাওয়ার উদ্দেশ্য কী তবে শুধুমাত্র ধন্যবাদ জানানো?
ধন্যবাদ জ্ঞাপন ছাড়া সরকারি কর্মকর্তাদের এই প্রতিযোগিতায় যাওয়ার আর কোনো কারণ আছে কিনা সে ব্যাপারে স্পষ্ট উত্তর দিতে পারেননি তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রাজা মো. আবদুল হাই বলেছেন, নিশ্চয়ই তারা সেখানে কাজেই যাবেন, যেটির জন্য নাসা ডেকেছিল। তারা এখান থেকে অনেক কিছু শিখবেন।
জানা গেছে, শুরু হতে যাওয়া একটি প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের চার প্রতিযোগীর। তাদের সঙ্গে সহযোগী হিসেবে যাওয়ার কথা ছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তা, বেসিসের পাঁচজনসহ মোট ১৬ জনের।
নাসার এ প্রতিযোগিতায় অংশ নিতে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রাথমিক জনপ্রতি দুই লাখ ৭৭ হাজার টাকা করে বাজেট দেয়া হয়। অগ্রিম এয়ার টিকিট, হোটেল ভাড়া করা হয়। কিন্তু ভিসা জটিলতায় ‘মূল আকর্ষণ’ প্রতিযোগী চারজন যেতে না পারলেও আইসিটি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি সালমা সিদ্দিকা মাহাতাব, মো. আবুল খায়ের, মো. দিদারুল আলম, হাইটেক পার্কের ডেপুটি সেক্রেটারি মো. আবদুল হাই, আইডিয়া প্রোজেক্টের কাজী হোসনা আরা ও আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এবং বেসিসের পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহ্বায়ক দিদারুল আলম সানি এবং বেসিসের সাবেক পরিচালক ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের সহ আহ্বায়ক আরিফুল হাসান অপু (সানি ও অপু আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে ভিসা নিয়েছিলেন) এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
এদিকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, ২২ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসার অনুষ্ঠানে যোগ দিয়েছে টিম অলিক। উক্ত অনুষ্ঠানে নিজেদের প্রকল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে টিম অলিক।এসময় নাসার উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, টিম অলিক আসতে না পারায় তারা খুবই ব্যথিত এবং যেহেতু টিম অলিক এ বছর আসতে পারেনি। তাই আগামী বছর তাদের আরও একবার সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হবে।