সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও “১৫ আগস্ট জাতীয় শোক দিবস” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় সোনালী ব্যাংকের সম্মেলন কক্ষে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মীর সাহাজাদ আলী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মনোরঞ্জন বিশ্বাস। অন্যান্যদের মধ্যে কাজল কুমার, বেগম জেসমিন আখতার, মোঃ রফিকুল আলম, আল-আমিন, শেখ ফয়জুর রহমান, শেখ কামরুল আলম, শেখ ফিরোজ কবির, খান আলমগীর হোসেন, মোঃ শাহিনুজ্জামান, বিপুল সরদার, মহব্বৎ আলী, মোয়াজ্জেম হোসেন, নাজমা বেগম, মেরিনা আক্তার রিপা, মোঃ মোশারাফ হোসেন, জি.এম. শাহিদ উজ জামান, মোঃ মিজানুর রহমান, কাজি আলমগীর হোসেন প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীযের সাথে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের শোক দিবসের প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট