দেশের খবর: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার মারা গেছেন।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
সৈয়দা আক্তারের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশের এডিশনাল আইজি মিডিয়া সোহেল রানা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কয়ার হাসপাতালের এক কর্মকর্তা জানান, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সৈয়দা আক্তারকে শনিবার শমরিতা হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। ডেঙ্গুতে আজ সকাল থেকে তাঁর শরীরের অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। সকালে শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।
স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর জরুরি চিকিৎসা চলাকালে এডিশনাল আইজি কোরেশীও ছিলেন স্কয়ার হাসপাতালে। তার সঙ্গে ছিলেন পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা। তবে সবার প্রচেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়।