কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো: “পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” স্লোগানকে সামনে রেখে র্যালী আলোচনা সভার মধ্যে দিয়ে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যাালীর মধ্য দিয়ে শুরু হয় মেলার কার্যক্রম। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারন সম্পদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে বাপ্পা, কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহম্মেদ, জিএম আল মামুন, মনিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আহম্মদ সাঈদ, আলাউর রহমান, জাহিদুর রহমান, ইউনুস আলী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মেলাটি আগামী বৃহস্পতিবার ৪টায় পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হবে। এছাড়া প্রতিদিন সর্ব সাধারণের জন্য সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ মেলা।
দেবহাটায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট