আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দলে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে বড়দল ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা রনজিত কুমার মন্ডল স্থানীয় জমির মালিকদের নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পানি নিষ্কাশনের জন্য ইউনিয়নের বামনডাঙ্গা স্লুইচ গেটের সামনের পলি মাটি, খালের নেট পাটা ও বেড়িবাধ কেটে পানি নিষ্কাশনের পথ উন্ম্ক্তু করে দিয়েছেন। এসময় উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাংবাদিক বিএম আলাউদ্দীন, ইউপি সদস্য দিলিপ কুমার সানা সহ ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়াও চাম্পাখালী, বামনডাঙ্গা, মাদিয়া বুড়িয়া খালের নেটপাটা ও বেড়িবাধ আজ (বুধবার) দুপুরের মধ্যে অপসারণ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
আশাশুনিতে পানি নিষ্কাশনের জন্য নেট পাটা ও পলি অপসারণ
পূর্ববর্তী পোস্ট