মামুন, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার ২১ আগষ্ট বিকাল ৪ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রচার প্রকাশনা সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জ্জামান সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ নূরুজ্জামান টুটুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খলিলুর রহমান বাবু তাঁতী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রনি প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নৃশংস সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, ২১শে অগাস্টের গ্রেনেড হামলার ঘটনা তার একটি। ঐ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাবও ফেলেছে ২০০৪ সালের ঐ দিনে।তাই তারেক রহমান সহ ডন্ডপ্রাপ্ত আসামিদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।
শ্যামনগরে ২১ আগষ্ট উপলক্ষে স্মরণ সভা ও দোয়া
পূর্ববর্তী পোস্ট