প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতান্ত্রিক বিধান মতে বাতিল হওয়া ছয় জন সদস্যকে তাদের সদস্যপদ পূর্ণবহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২৫ আগষ্ট রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত কার্যনির্বাহি কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক
পত্রিকা পত্রদূত ও কালের চিত্রের বিরুদ্ধে সম্প্রতি দায়ের করা আইসিটি আইনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে
পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আগামী পহেলা সেপ্টেম্বর মানববন্ধন ও ৩ সেপ্টেম্বর স্মারকলিপি
প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পেসক্লাবের উন্নয়ন ও সদস্যপদ যাচাই বাছাইয়ের জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র সঞ্চালনায় স্ব স্ব মতামত
জানিয়ে বক্তব্য রাখেন, সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন ও কৃষ্ণ মোহন ব্যানার্জী।
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট