নিজস্ব প্রতিবেদক: ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী সম’ কবিতার চরণকে সামনে রেখে বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিলের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের সভাপতি কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু’র সভাপতিত্বে বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিলের স্মরণে শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, এম এ জলিলের স্ত্রী লতিফুন নাহার লতা, পুত্র শিহাব রহমান, অধ্যক্ষ সুভাষ সরকার, অধ্যক্ষ হামিদ, সনাক সভাপতি পল্টু বাসার, আনিছুর রহিম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, এটিএন বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, চিত্র শিল্পী আব্দুস সবুর, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান রহমান, সাহিত্যিক শেখ আমিনুর রহমান, বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না প্রমুখ। এম.এ জলিলের স্মরণে শোক সভায় বক্তারা বলেন, ‘বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিল সাতক্ষীরাবাসীর একজন প্রিয় মানুষ ছিলেন। সে তার কর্ম ও গুণের জন্য সারাজীবন সাতক্ষীরাবাসীর মনের মাঝে বেঁচে থাকবে।
এম.এ জলিলের স্মরণে শোক সভায় বক্তারা বলেন, ‘বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ জলিল সাতক্ষীরাবাসীর একজন প্রিয় মানুষ ছিলেন। সে তার কর্ম ও গুণের জন্য সারাজীবন সাতক্ষীরাবাসীর মনের মাঝে বেঁচে থাকবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা।