শ্যামনগর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ- ১৭) ২০১৯ এর শুভ উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় প্রধান অতিথি বলেন, শারীরিক সুস্থ্যতা মানসিক বলিষ্টতার হাতিয়ার। লেখাপড়ার পাশাপাশি কিশোর/কিশোরীদের শারিরীক সুস্থ্যতা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নাই। তিনি জনপ্রিয় এই ফুটবল খেলায় বিশ্ব সেরা খ্যাতি অর্জনে কিশোর/কিশোরীদের ভূমিকা রাখার তাগিদ দেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের ভূমিকা রাখার আহবান জানান। ১সেপ্টেম্বর বিকাল ৪টায় নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্ধোধনী খেলায় কিশোর গ্র“পে ০৩ নং সদর ইউনিয়ন ফুটবল একাদশ ও ০৪নং নুরনগর ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে। প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলায় শ্যামনগর সদর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে নুরনগর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের বাদশা ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন, সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জহুরুল হায়দার পি.পি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, সাধারন সম্পাদক জাহিদ সুমন, নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান ও নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কৃষ্ণানন্দ মূখ্যার্জী। এছাড়াও বিশেষ আকর্ষন ছিল দেশ সেরা ফুটবল তারকা শ্যামনগরের কৃতি সন্তান শ্যামনগর ফুটবল একাডেমীর সভাপতি আলমগীর কবির রানার উপস্থিতি। উদ্ধোধনী খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা রেফারী সমিতির অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির সহকারী রেফারী হিসেবে ছিলেন মজনু এলাহী।
শ্যামনগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট’র উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট