বি এম আলাউদ্দীন: আশাশুনি উপজেলার বড়দলে গলায় ওড়না দিয়ে ফাঁস আটকে নাসরিন নামে এক যুবতী আত্মহত্যা করেছে।
বড়দল ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের আজহারুল গাজীর কন্যা নাসরিন (১৮) ফকরাবাদ গ্রামের মৃত গফফার গাজীর পুত্র আশরাফ আলীর আমবাগানের আম গাছের ডালে নিজের ওড়না বেঁধে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে। শনিবার সকালে আশরাফ আলীর স্ত্রী রেশমা খাতুন বাথরুমে যাওয়ার সময় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। তিনি ভয়ে চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়। আশাশুনি থানার এসআই হাসানুজ্জামান জানান, মৃতার পিতা আজহারুল গাজী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট