বিনোদন সংবাদ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে সভাপতি পদে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এফডিসিতে এসে সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচনে অদৃশ্য উপরমহলের প্রভাবে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
মৌসুমী বলেন, শিল্পী সমিতি একটা পরিবার। সমিতির শুরু থেকে এমনটাই জেনে এসেছি আমরা সবাই। সেই আবেগ থেকেই বহুবার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিতও হয়েছি। কিন্তু এবার নির্বাচন করতে এসে অনেককিছু দেখছি যা একজন শিল্পী হিসেবে আমি প্রত্যাশা করিনি। অথচ আমাদরে সিনেমার শিল্পীদের নির্বাচন এটি।
তিনি আরও বলেন, এখানে আনন্দ হবে, উৎসব হবে। শিল্পীরা হাসতে হাসতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। কিন্তু এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নানাভাবে। এখানে অদৃশ্য উপরমহলকে ব্যবহার করে প্রভাব খাটানো হচ্ছে। যা আমাকে অবাক করেছে, হতাশ করেছে।
প্রসঙ্গত, আসছে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।