শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর ) শ্যামনগর উপজেলা যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন ও যুগ্ম আহবায়ক শেখ মিজানুর রহমান, মোঃ আল মামুন, আব্দুল মজিদ গাজী ও প্রভাষক অলিউর রহমান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে মোঃ খোকন সানাকে আহবায়ক ও সাত জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়করা হলেন- মোঃ আলমগীর হোসেন, ডিএম আমিনুর রহমান, মোঃ আব্দুল ওহাব পিয়াদা, মোঃ আব্দুল আলিম সরদার, মোঃ রেজাউল হক, মোঃ ইমামতাজ মেহেদী ও মোঃ জাহিদুল ইসলাম। বাকী ২৫ জনকে সদস্য করা হয়েছে। এই কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে কাশিমাড়ীতে সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কাশিমাড়ী যুবলীগের আহবায়ক কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট