সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন বালুইগাছা, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। রোববার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে অত্র এলাকার সাধারণ মানুষের দুঃখ – দুদর্শা স্বচোক্ষে দেখতে যান। এসময় সাথে ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক হাসান হাদী, কৃষি সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাছুম, সদস্য জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছ ও আশরাফ, সদর থানা যুবলীগের সহ-সভাপতি আক্তারুল প্রমুখ। এসময় আলহাজ্ব নজরুল ইসলাম এলাকার পানি নিস্কাশনের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
ধুলিহরের জলাবদ্ধ এলাকা পরিদর্শনে নজরুল ইসলাম
পূর্ববর্তী পোস্ট