আবু ছালেক : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার বাস্তবায়নে, ৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল, এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়ে, ২০১৮-২০১৯ অর্থবছরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১ এর অধীনে ৬৪ টি জেলার ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প প্রথম পর্যায়ের আওতায়,৫ কোটি ৯৬ লক্ষ ৪৩০ টাকা ব্যায়ে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালীতে সাড়ে ৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। যার প্যাকেজ নাম্বার সাত-১/ ডাব্লিউ – ৭/২০১৮-২০১৯ ২০/৩/২০১৯ থেকে কাজ শুরু হয়েছে এবং ২০/৬/২০২০ এর মধ্যে খাল খনন কাজ শেষ হবে। খননকাজের ঠিকাদার হিসেবে দায়িত্ব আছেন পটুয়াখালীর আবুল কালাম আজাদ, শুক্রবার সকাল ১১টার সময় কাজের অগ্রগতি শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা এজন্য সরোজমিনে পরিদর্শন করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, এ ছাড়া এ ডি এস প্রেসক্লাবের পক্ষ থেকে এডিএস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু ছালেক, শেখ খাবিরুল্লা,ইছাক বিন ফরমান, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন সহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা সরোজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনগণ জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক খাল খনন করায় এলাকাবাসী জলাবদ্ধতার কবল থেকে মুক্ত হবে,’ পুনরায় কৃষিকাজের জন্য সুযোগ সুবিধা পাবে, আবারও গোলাভরা ধান, কৃষকরা গোয়াল ভরা গরু ফিরে পাবে খাল খনন করার জন্য, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী খালটি ভরাট করে দখল করে রাখছিল, অনেকে অভিযোগ দেওয়ার পরেও উদ্ধার হয়নি খালটি, ভূমিদস্যু সহ এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিরা নিজেদের দখলে রাখছিল খালটি, উদ্ধার করে সরকারিভাবে খনন করায় এলাকার পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। সাথে সাথে দ্রুত খালটি খনন কাজ শেষ হোক এমন প্রত্যাশা করেন শোভনালী ইউনিয়নের সর্বস্তরের জনগন।
শাল খালী খাল খনন পরিদর্শনে সুজন
পূর্ববর্তী পোস্ট