শ্যামনগর প্রতিনিধি: ইয়ুথ ক্লাবের সদস্যদের সমাজ উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন কুসংস্কার, বাল্যবিবাহ, ইভটিজিং ও জীবনদক্ষতা উন্নয়নে ইয়থদের সম্পৃক্ততা বিষয়ক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত প্রতিনিধিবৃন্দ। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ সংঘে পরিদর্শন করেন এ প্রতিনিধি দল।
এসময় ক্লাবের সদস্যদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরাসরি কথা বলেন এ প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনকালে তারা ক্লাবের সদস্যদের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা এবং তাদের বার্ষিক কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর নেন।
এসময় ওয়ার্ল্ড ভিশনের ইয়ুথ ডিভেলপমেন্ট কো-অর্ডিনেটর আশিক বিল্যাহ, ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার অফিসার মমতা চক্রবর্তী, টেকনিক্যাল অফিসার (জেন্ডার) আসাদুজ্জামান রিপন, জেন্ডার অর্গানাইজার সুচিত্রা রানী ও নবযাত্রা প্রকল্পের ইয়ুথ জার্নালিস্ট রবিউল ইসলাম সহ ইয়ুথ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রতিনিধি দল ক্লাবের সামগ্রিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন
শ্যামনগরে ইয়ুথ ক্লাব পরিদর্শনে ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দল
পূর্ববর্তী পোস্ট