নিজস্ব প্রতিবেদক : মনের মাধুরী মিশিয়ে নিজেদের বিদ্যালয়ের ছবি একে পুরস্কার জিতে নিল শিশুরা। বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগরের ১৫৬নং দক্ষিণ বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ ও প্রতিবেশীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ‘আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ’ বিষয়ে ৪র্থ শ্রেণির ৩০জন শিক্ষার্থী অংশ নেয়। আর নিজ বিদ্যালয় প্রাঙ্গণের ছবি একে প্রথম স্থান অধিকার করে খাদিজা খাতুন, দ্বিতীয় সুমাইয়া খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে আলামিন হোসেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আয়জুল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক জিএম খাজা নাজিমউদ্দিন, শিরিন সুলতানা, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল, আল ইমরান ও রামকৃষ্ণ জোয়ারদার।