নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটন, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন হাসান শাহরিয়ার রিপন, সাইফুল ইসলাম বাবলু, সাইফুল ইসলাম, ওলিউর রহমান, শাহিন, সুমন রহমান, গোলাম সরোয়ার, কচি, প্রফেসর আতাউর রহমান, রেজাউল ইসলাম, মাসুদ রানা, সবুজ, হাবলু, সাকিল হোসেন জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মাসুম রাজ, শাহদাৎ হোসেন, ইসমাইল হোসেন, লতিফ, মজিদ, খোকন, নেছারুল, রফিকুল, নূর ইসলাম, মাজেদ, রানা, রমযান, শাজ্জাদ পারভেজ, ডালিম, সবুজ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুব দলের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল।
সভাপতির বক্তব্যে রাহমতুল্লাহ পলাশ বলেন, আমি আমার ব্যক্তিগত লোক চাইনা। আমি দলের, খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য যারা নিবেদিত তাদেরকে চাই। আগামী দিনে সেসকল নেতাকর্মীদের নেতৃত্বে আসার জন্য সুপারিশ করবো। দলের ভিতরে কোন উৎশৃঙ্খল, মাদকাসক্ত, বেয়াদব দের কে বর্দাস্ত করবো না। দলকে পাশ কাটিয়ে যারা ব্যক্তিকে চামচামি করে নেতা হতে চায় তাদেরকে আমি কখনই নেতা হতে দেবনো। কারণ আমি চাই সবাই দলের কর্মী হোক এবং কেন্দ্রীয় যে কোন কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগগ্রহণ করার জন্য আহবান করছি।
সাতক্ষীরা জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট