ভিন্ন স্বাদের খবর: যশোরের কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমান খুব তাড়াতাড়ি খেপে যেতেন যদি তাকে স্যার না ডাকা হতো। এছাড়া এলাকাবাসীর সাথে দুর্ব্যবহার করার ইতিহাসও আছে তার। তাকে বদলি করা হয়েছে সম্প্রতি। খুলনার বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন বলেছেন, জনস্বার্থে মিজানূর রহমানকে মাগুরা জেলার মহম্মদপুরে বদলি করা হয়েছে। আগামী দু’য়েকদিনের মধ্যেই কেশবপুরে নতুন ইউএনও’র পোস্টিং দেওয়া হবে।
তবে ইউএনও মিজানূর বলেন, ‘আমি মনে করি না আমাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তবে, আমি এখনও বদলির কাগজপত্র পাইনি। জেলা প্রশাসকও আমাকে এখনো রিলিজ দেননি। রিলিজ দিলে মাগুরার মহম্মদপুরে যোগদান করবো।’
‘স্যার না ডাকলে রেগে যান’ কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনি তো আমাকে ‘ভাই’ বলে ডাকছেন, আমি কী রেগে গেছি? এটাও ভুল।