আসাদুজ্জামান ঃ সরকারের আদেশ অমান্য করে লবনের কৃত্রিম সংকট ও গুজব সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপরাধে সাতক্ষীরায় ৫ ব্যবসায়ীকে ১ মাসের জেল এবং অপর ৭ জনের ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা, সুলতানপুর বড়বাজার, মিল বাজার ও সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজার থেকে তাদের আটক এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহি অফিসার দেবাশীষ চৌধুরি ও সদর ভুমি কর্মকর্তা আসাদুজ্জামান।
সাজা প্রাপ্ত ৫ জন হলেন, সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর উমরা পাড়া এলাকার ইমাম হোসেন, মেহেদি হাসান, ইয়াছিন মোড়ল, পুরাতন সাতক্ষীরা এরঅকার মোস্তাফিজুরহমান ও মিজানুর রহমান। অন্যা ৭ জনকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, লবনের দাম বাড়িয়ে দেওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে শহরের সুলতানপুর বড়বাজারসহ বিভিন্ন মুদি দোকানে।
গুজব সৃষ্টির অপরাধে সাতক্ষীরায় ১২ ব্যবসায়ীর জেল জরিমানা
পূর্ববর্তী পোস্ট