দেবহাটা ব্যুরো: দেবহাটায় এন্টিবায়োটিক ব্যাবহারে লক্ষ্যে সচেতনতা সপ্তাহের কর্মসূচি অংশ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামানের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহম্মদ তিতুমীর, সম্প্রসারণ অফিসার শওকত উসমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন প্রমুখ। এসময় বক্তরা এন্টিবায়োটিক সচেতনতায় বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি সাধারণ রুগীরা যাতে ডাক্তারের পরামর্শ ব্যতিত এন্টিবায়োটিক গ্রহন না করে সে বিষয়ে সচেতন হওয়ার কথা বলেন। কারন এটি অতিমাত্রায় গ্রহন করা হলে মানবজীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে। তাই সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়। উল্লেখ্য যে, এন্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় হতে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে র্যালী আলোচনা সভা সহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়।
দেবহাটায় এন্টিবায়োটিক ব্যাবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা
পূর্ববর্তী পোস্ট