কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পাকলিক ইনস্টিটিউটের আয়োজনে দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কপাই প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান।
সভায় কপাই সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক এম এ ফারুক, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, সনাতন ধর্মীয় নেতা মনোরজ্ঞন সাহা, সাধারন সভা কমিটির আহবায়ক শেখ সহিদুল ইসলাম, কপাই সদস্য ফারুকুজ্জামান ফারুকসহ কপাই কর্মকর্তা ও সাধারন সদস্যবৃন্দ। সভায় ইনস্টিটিউটের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, অধ্যাপক তপন মন্ডল ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই কপাই সদস্যদের পরিচালনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। সভা শেষে উপস্থিত অতিথিসহ সভ্যদের নৈশ ভোজের আয়োজন করা হয়।