নিজস্ব প্রতিনিধি : প্রাণ সায়র খাল পুন:খননের প্রাক্কালনে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা প্রশাসন কর্তৃক তদারক কমিটি কাজ শুরু করেছে। এলক্ষ্যে সাতক্ষীরা প্রাণ সায়র খাল খনেন লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, এল জি ই ডি কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারা পরিদশন করেছেন। রবিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে পরিদর্শন করেন এবং খালের গভীরতা, বেড মাপ জরিপ করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবেদুর রহমান প্রমূখ।
এসময় নাগরিক নেতৃবৃন্দ বলেন, প্রাণ সায়র যথাযথভাবে খনন করা হলে নাগরিক অবশ্যই সাধুবাদ জানাবে। কিন্তু যদি খাল কোন অনিয়ম হয় তাহলে অবশ্যই নাগরিক তা প্রতিহত করবে। তারা প্রাক ম্যাপ অনুযায়ী খাল খননের দাবি জানান।
প্রাণ সায়র খাল পুন:খননের তদারক কমিটির খাল পরিদর্শন
পূর্ববর্তী পোস্ট