দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা ও মদ সহ ৪ জন আটক হয়েছে। পৃথক তিনটি অভিযানে এ ৪ জনকে আটক করা হয়েছে বলে জানায় দেবহাটা থানা পুলিশ। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশে শনিবার বিকাল ৪টার দিকে পিএসআই দেবকুমার ও এএসআই মাজেদুল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজিরহাট এ ফিস সংলগ্ন এলাকায় একটি অভিযান চালায়। এসময় ঢেপুখালী গ্রামের মজিদ শেখের পূত্র আশিকুর রহমান (২৪) নামের একজনকে ০১ লিটার দেশীয় তৈরী মদসহ আটক করতে সক্ষম হয়। পরে পিএসআই দেবকুমার বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ৩, তাং-৭/১২/২০১৯। এ ছাড়া অপর এক অভিযানে একই দিন সন্ধ্যা ৬টার দিকে এসআই শ্যামাপ্রসাদ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কুলিয়া ব্রিজের পাশ থেকে উত্তর কুলিয়া গ্রামের শওকাত সরদারের পূত্র মোহাম্মদ আলী সরদার (৩৫) কে ০২ বোতল বিদেশী মদসহ হাতেনাতে ধরে ফেলে। তার বিরুদ্ধে এসআই শ্যামাপ্রসাদ রায় বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-০২, তাং- ০৭/১২/২০১৯। অপর এক অভিযানে এসআই হেকমত আলী, এসআই হানিফ হোসেন এবং এএসআই রশিদুল পারুলিয়া নিউ সরদার ব্রিকসের সামনে থেকে গাঁজাসহ ০২ জনকে আটক করে। আটককৃতরা হলো ঘোনাপাড়া গ্রামের মোর্শেদ গাজীর পূত্র সাইফুল গাজী (২২) এবং পাশর্^বর্তী নাংলা গ্রামের বিশ^াসবাড়ি এলাকার আফছার সরদারের পূত্র আলমগীর সরদার (২৩)। দেবহাটা থানার এসআই হেকমত আলী বাদী হয়ে ধৃত দুই জনের নামে মামলা দায়ের করে। মামলা নং-০৪, তাং- ০৭/১২/২০১৯। রবিবার সকালে আটক ০৪ জনকে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ।