নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা আনুষ্ঠানিকভাবে ২৬ টাকা কেজি দরে আমন ধান ক্রয় শুরু করেছে সরকার। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আবু হেনা মোঃ মোস্তফা কামাল,ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম,ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ আবু জাফর,সহকারী খাদ্য পরিদর্শক শিবুপদ ঘোষ,মিকাইল হোসেন প্রমুখ। এসময় ধান বিক্রি করতে আসা প্রান্তিক চাষীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সেনেরগাতী গ্রামের সুরমান ঢালীর ছেলে জিয়াউর ইসলাম ঢালীর কাছ থেকে প্রতি কেজী ২৬ টাকা দরে ৫২০ কেজী অভ্যন্তরীণ আমন ধান ক্রয় করে ১৩ হাজার ৫শত ২০ টাকার চেক তুলে দেন। অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০- এর আওতায় ১৩৬২ মে. টন আমন ধান সংগ্রহ করবে সরকার।