প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজনে এবং সুন্দরবন ফাউন্ডেশনের স্থানীয় সহযোগিতায় ‘প্রান সায়ের খাল সংরক্ষণে লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর ভাবনা এবং করণীয়’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাড. ফাহিমুল হক কিসলু, মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বেলা খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল এবং প্রাণ সায়ের খালের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান অবস্থা ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণ সায়র খাল এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ খাল। এলাকার পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায়, এলাকার জলাবদ্ধতা নিরসনে এবং গৃহস্থলী কাজে ব্যবহৃত পানির সমস্যা সমাধানে এই খালটি দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে। বর্তমানে খালটির দুইপাশের স্লুইজ গেটের অব্যবস্থাপনা, পৌরসভার সকল তরল বর্জ্য আউটলেটের মাধ্যমে খালে অবক্ষেপন এবং খালের পাড়ে গড়ে ওঠা কিছু ক্ষতিকর প্রতিষ্ঠানের কারণে প্রান সাহের খাল হুমকীর মুখে পড়েছে। সরকারীভাবে প্রাণ সায়ের খাল সংরক্ষণের উদ্যোগ নেয়া হলেও তা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যেভাবে ড্রেজিং হচ্ছে তা খাল সংরক্ষণের জন্য বাস্তবসম্মত নয়। বক্তারা তাদের আলোচনায় প্রাণ সায়ের খালের সঠিক ও যৌক্তিক সীমানা নিধারণ করে, দুইপাশের স্লুইজ গেটেকে সঠিক ব্যবস্থাপনায় এনে এবং খালের সকল বাঁধা অপসারণ করে খালের অবাধ প্রবাহ তৈরীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মহযোগিতা কামনা করেন। তাছাড়া খালটিকে ইছামতি নদীর সাথে সংযোগ ঘটানোর কথা ব্যক্ত করেন।
বক্তারা সকলের সম্মিলিত পদক্ষেপের ভিত্তিতে প্রাণ সায়র খাল সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শিহাবউদ্দিন, এম বেলাল হোসেন, তৌহিদুর রহমান, শাম্মি আক্তার কুমকুম, মোঃ বশির আহমেদ, মেহনাজ পারভীন প্রমূখ।
‘প্রাণ সায়র খাল সংরক্ষণে লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীর ভাবনা এবং করণীয়’ বিষয়ক সভা
পূর্ববর্তী পোস্ট