শ্যামনগর অফিস ঃ উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি- ৭নং নির্বাচনী এলাকা শ্যামনগর অঞ্চলের এলাকা পরিচালক পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) শ্যামনগর উপজেলার ৬৯নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়। নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, কুদরত-ই- খোদা (কচি) (বৈদ্যুতিক পাখা) ও আব্দুল হাই (বাল্ব প্রতীক)। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ১২টি বুথে। মোট ৩৮ হাজার ৯ শত ৮৭ জন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন-
অধীর চন্দ্র বর্মন, উপ-পরিচালক (অর্থ) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকা। মোট ভোট পড়েছে ১ হাজর ৮ শত ৬০ টি। বাতিল হয়েছে ৩ টি। এতে কুদরত-ই- খোদা (বৈদ্যুতিক পাখা) নিয়ে পেয়েছেন ১ হাজর ১০০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি আব্দুল হাই (বাল্ব প্রতীক) নিয়ে পেয়েছেন ৭ শত ৫৭ ভোট। উক্ত নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন কালিগঞ্জ পল্লি বিদ্যুৎ সার্কেলের ডেপুলি জেনারেল ম্যানেজার চৌকশ কর্মকর্তা জিয়াউর রহমান। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই ছিদ্দিক। নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ শিকদার, শ্যামনগর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মধুসুধন রায়। আগামী তিন বছরের জন্য শ্যামনগরে পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক-৭ এর আওতায় নির্বাচিত হয়েছেন কুদরত-ই- খোদা (কচি)।
পূর্ববর্তী পোস্ট