নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকার জলাবদ্ধতা দুরীকরণের জনগনের প্রস্তাবনা সমূহ বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বেতনা মরিচ্চাপ অববাহিকা পানি কমিটির আয়োজনে বৃহস্পতিবার নগরঘাটা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বেতনা মরিচ্চাপ অববাহিকা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, সাংবাদিক মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সেক্রেটারি নূরুল হুদা, সরদার কাজেম আলী, মীর জিল্লুর রহমান, অধ্যাপক হাসেম আলী ফকির, প্রভাষক মনিরুজ্জামান প্রমুখ।
সভায় জনগণের দাবি হিসাবে জোয়ারারাধার বা টি আরএম বাস্তবায়ন, নদী খনন বাস্তবায়ন, আন্ত:নদী সংযোগ স্থাপন, উপকূলীয় বাঁধ উচু ও মজবুত করা, পানি ব্যবস্থাপনা সংগঠন গড়ে তোলার দাবি জানান এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পূর্ববর্তী পোস্ট