আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।
এর আগে দেশটিতে থাকা চার বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন, এখন এই সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়াল।
এশিয়ার এই দেশটিতে কভিড-১৯ (করোনা ভাইরাসের নতুন নাম) রোগীর সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ বছর বয়সী যে বাংলাদেশির মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তিনিও আগের চারজনের মতো সেলেটার অ্যারোস্পেসের হাইটসের নির্মাণকাজ করেন। সম্প্রতি তিনি চীনেও যাননি।
শুধু তাই নয়, নতুন যে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের কারও সাম্প্রতিক সময়ে চীন ভ্রমণের ইতিহাস নেই।
এই পাঁচজনের মধ্যে তিনজন একটি গির্জায় গিয়ে করোনাভাইরাস সংক্রমণের শিকার হন।
সিঙ্গাপুরে গত ২৩ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী চীনের বাইরে সিঙ্গাপুরেই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
উল্লেখ্য, চীনের উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত এই রোগে ১৬৬৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫-৭ জন ছাড়া সবাই চীনের নাগরিক। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।