পাইকগাছা ব্যুরো : পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত। একজনের অবস্থা আশংকাজনক। উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি এজাহার দাখিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের রফি মোড়ল ও আব্দুল মজিদ মোড়লদের মধ্যে দীর্ঘদিন জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল মজিদ লাঠিয়াল বাহিনী নিয়ে রফি মোড়লের জমি দখল করতে যায়। এ সময় রফি মোড়লরা বাঁধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবুল কাশেমের মাথা ফেটে গুরুতর জখম হয়। অন্যান্যরা আহতরা হলো, আব্দুল হালিম, আমিরুল, শরিফুল ও রবিউল ইসলাম। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। আহত আবুল কাশেমের অবস্থায় গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে রফি মোড়ল ১৬জনকে এবং প্রতিপক্ষ আব্দুল মজিদ বাদী হয়ে ১২জনকে আসামী করে পাইকগাছা থানায় পৃথক এজাহার দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, এজাহার পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট