নিজস্ব প্রতিনিধি : কৃষক- খেত মজুরদের সমস্যা ও সমাধানের উত্তরণে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ মার্চ বিকালে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা পিযুষ রায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) এর সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, জাতীয় কৃষক সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ময়নুল হাসান, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন জেলা কমিটির সভাপতি অজিত কুমার রাজবংশী, আবুল খায়ের, সুভাষ পাল, প্রদীপ পালসহ স্থানীয় জন প্রতিনিধি।
প্রধান অতিথি বলেন, ধান ক্রয় বিক্রয়ের লুটপাট বন্ধ হওয়া উচিত। যে কৃষি কাজ করে তার কৃষি কার্ড পাওয়া উচিত আর যে বর্গাচাষী তার তালিকা হওয়া উচিত।
দিন দিন মানুষ কৃষি বিমুখ হচ্ছে। কৃষি ঋণ সরকার দিচ্ছে কিন্তু প্রকৃত যারা কৃষক তারা সে ঋণ পাচ্ছে না। ধান, চালের সাথে সাথে আলু ও সবজি গোডাউন করতে হবে। হিমাগার তৈরি করা হোক, অর্থনৈতিক জোন তৈরি করতে হবে শ্রমজীর্বী মানুষের জন্য, ভারতে সর্বস্তরের মানুষ রেশন পায় আর আমাদের দেশে সরকারি কর্মজীবীরা পায় কয়েকটা সেক্টরে কিন্তু কৃষকরা কেন পায়না? সবার জন্য রেশরিং ব্যবস্থা চালু করতে হবে, দেশকে রক্ষা করছে তিন শক্তি কৃষক কৃষি , বৈদেশিক ও গার্মেন্টস পোশাক শিল্প হতে। কৃষকরা ৭০% রাষ্ট্রকে রক্ষা করে।কোন দলই আমরা কৃষদের নিয়ে ভাবি না, কৃষক না বাঁচলে যে বাংলাদেশ বাঁচবে না।
পূর্ববর্তী পোস্ট