দেশের খবর: মাগুরার মহম্মদপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম বাকি মিয়া (৪৮)। তিনি পেশায় কৃষক ছিলেন।
শুক্রবার সকালে তিনি মারা যান।
বৃহস্পতিবার সকালে এসব উপসর্গ নিয়ে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বাকি। এ সময় করোনা সন্দেহে চিকিৎসকরা তাকে কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে রাখেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন মৃতের বাড়ি, সংস্পর্শে আসা নিকট আত্মীয়সহ প্রতিবেশিদের কয়েকটা বাড়ি লকডাউন করেছে। করোনার বিষয়টি নিশ্চিত হতে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোকছেদুল মমিন জানান, তাকে বৃহস্পতিবার সকাল থেকে আইসোলেশনে রেখে স্বাভাবিক সব চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। এটি করোনা সংক্রমণ কি না তা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হয়েছে।