মোস্তাফিজুর রহমান, আশাশুনি : আশাশুনিতে সম্প্রতি করোনা সংকট মোকাবেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডঃ আফম রুহুল হক এর পক্ষে দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে উপজেলার আনুলিয়া ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। টেলিফোনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কালে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় দেশবাসীকে সচেতন করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে অসহায় মানুষ যাহাতে খাদ্য সংকটে না পড়ে এ জন্য আমরা বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্য সামগ্রী বিতরণ কালে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঘাতক ভাইরাস করোনা থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে। আর কয়েক দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারলে আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। খাদ্য সামগ্রী বিতরণ কালে আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা সাজ্জাদুর রহমান, মৃনাল সরকার, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দিন, ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান, কামাল হোসেন, আসলাম হোসেন প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট