দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিপিএম) বার এর নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধ ও সতর্কতা কার্যক্রম এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার উদ্যোগে এবং থানার সকল অফিসার ফোর্সদের সহযোগীতায় রবিবার সকাল সাড়ে ১০ টায় বিতরন অনুষ্ঠিত হয়। দেবহাটা থানা এলাকার ৫টি ইউনিয়নের বাছাই করা অপেক্ষাকৃত গরীব ও অসহায় কর্মহীনদের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় দিনহীন অসহায় কর্ম হারানো মানুষদের মধ্যে এই ত্রান তুলে দেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। এসময় ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের কারনে কেউ ভয় বা আতঙ্কিত হবেন না। সরকারের সহযোগী হিসেবে পুলিশ সবসময় আপনাদের পাশেই আছে। সাতক্ষীরার পুলিশ সুপারের নির্দেশনায় এই ত্রাণ বিতরন করা হচ্ছে এবং এ কার্য্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে অকারনে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এমন এক দূর্যোগ মূহুর্তে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য ওসি বিপ্লব কুমার সাহা আহবান জানান। এসময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস আই নয়ন চৌধুরী, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, এসআই আবু হানিফ, এসআই আফিস ইকবাল, এএসআই সুজিত বিশ^াস, এএসআই রাশিদুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিমসহ থানার সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট