নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে বেতনা নদীর ধার থেকে মাটি কেটে বিক্রয় করার অভিযোগ উঠেছে। মাছখোলা স্কুলের উত্তর পার্শ্ব থেকে মাটি কেটে বিক্রয় করছে সদরের মাছখোলা সরদার বাড়ির মৃত মোফাজ্জেলের পুত্র বেনজির। ইনছাফের বাড়ির পূর্ব পাশ থেকে প্রতিদিন ৫/৬টা ট্রলিতে করে প্রতিদিন প্রায় শতাধিক ট্রলি মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। যদিও বেনজির বলেছেন, তিনি দখলকারী মাছখোলা এলাকার ঈশানের কাছ থেকে ক্রয় করে অন্যান্য বিক্রয় করছেন।
এদিকে এভাবে নদীর ধারের মাটি বিক্রয় করা অবৈধ হলেও তারা কারো কোন বাধা নিষেধ না শুনে জোরপূর্বক মাটি বিক্রয় অব্যাহত রেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এবিষয়ে এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
৩নং ওয়ার্ড মেম্বর – মতিয়ার রহমান ফজলু বলেন, আমি আমার মত চেষ্টা করেছি। কিন্তু তারা কারো কথা শুনে না। আপনার পদক্ষেপ নেন তাহলে ভালো হবে।
পানি উন্নয়ন বোর্ডের এস ও আবুল হোসেন বলেন, এভাবে মাটি কাটা অবৈধ। আমি ব্যক্তিভাবে তাদের বাধা দিলেও আমার কোন কথা তারা না শুনে জোরপূর্বক মাটি বিক্রয় করে যাচ্ছে। তারা নদীর মধ্যে থেকে মাটি কেটে নিতে পারেন। যেহেতু নদীর নব্যতা নাই। কিন্তু তারা সেটি না করে পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এবিষয়ে তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
মাটি বিক্রেতা বেনজির বলেন, আমরা তো কিছুনা। নদীর ধার যারা দখল করে রেখেছে। তাদের কাছ থেকে আমি কিনেছি। এভাবে মাটি বিক্রয় অবৈধ উল্লেখ করে তিনি বলেন, দখল করে বিক্রয় করেছেন মাছখোলা এলাকার দাউদের পুত্র ঈশান।
পূর্ববর্তী পোস্ট