প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নেে বিনামূল্যে শাক-সবজি বিতরণ করা হচ্ছে। তারি ধারাবাহিতায় আজ ২৯শে এপ্রিল বুধবার শহরের মুন্সীপাড়া,মুনজিতপুর লম্বাটালি, রাজারবাগান এলাকায়, সরকারি কলেজ মাঠের উত্তর পাশে, ইটাগাছা মহিলা মাদ্রাসা মোড়ে, মাছখোলা মোড়, মাগুরা দঃ পাড়া, মধ্যে পাড়া, কৈখালি মাদ্রাসা মোড়ে, আলিপুর বাজার খোলা,কুকরালী আমতলা মোড়, ইটাগাছা সি এন্ড বি মসজিদের পশ্চিম পাশে, মাস্টার পাড়া, সুলতানপুর কাজী পাড়া, কাটিয়া সরকার পাড়া,পলাশপোল ,কামালনগর দঃপাড়া এলাকায়,পুরাতন সাতক্ষীরা নার্থ পাড়া,কাটিয়া সরকারপাড়া করিম মেছ সংলগ্ন মোট ৮২৩ অসহায় পরিবারের মাঝে” বিনা মূল্যেশাক সবজি বিতরণ”করা হয়।উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন LRDO ও সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।এই সময় উপস্হিত ছিলেন LRDO ও সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট