নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাস সংকটে তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ও যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান এবং জাপান বিএনপির আংশিক সহায়তায় প্রতিদিন হতদরিদ্র ও অসহায় ৩ সদস্য বিশিষ্ট ১শ পরিবারে প্রতিদিন মোট ৩শ মানুষের মাঝে রান্না করা খাবার ঘরে আহার কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার বিকালে শহরতলীর কামালনগর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মুদাচ্ছেরুল হক হুদা, শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা জাসাসের সভাপতি এড. এখলেছার আলী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, আহসানুল কাদিন স্বপন, এড. আশরাফুল আলম, হাসান শাহরিয়ার রিপন, এড. আকবার আলী, সাইফুল ইসলাম বাবলু, মোস্তাক আহমেদ, সৈয়দ আব্দুল জলিল খোকন, মনি, কচি, ইয়াছিন আলী প্রমূখ। এসময় জেলা বিএনপির আহবায়ক বলেন, বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বের এক আতঙ্ক বিরাজ করছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এক লক্ষের অধিক। আক্রান্ত আছে বহু মানুষ। এ ভাইরাসে বাংলাদেশেও মৃত্যু ও আক্রান্ত দিন দিন বেড়েই চলেছে। ফলে খাদ্য সংকটে পড়েছে নিন্ম ও মধ্য আয়ের মানুষেরা। এজন্য তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলা বিএনপি পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি হতদরিদ্র ও অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সমাজের পিছিয়ে জনগোষ্টির সাহায্যের জন্য বিত্তবানদের প্রতিও আহবান জানান তিনি।
পূর্ববর্তী পোস্ট