প্রেস বিজ্ঞপ্তি : আশা দরিদ্র জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে নিয়োজিত একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা যার সেবার আওতায় রয়েছে প্রায় ৭৮ লাখ সদস্য। আশা ক্ষুদ্র ঋণ, বিশেষ ঋণ, স্যানিটেশন সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ছাড়াও আশা সাধারন জনগোষ্ঠীর মধ্য অনেক সহায়তা করে আসছে, শারিরীক অক্ষমতা জনিত সহায়তা, মৃত্যু পরবর্তী বিশেষ সহায়তা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় কলারোয়ার আশা এনজিও দুপুরে করোনা ভাইরাস মোকাবেলায় অস্বচ্ছল, অসহায় গরীব ২০০ পরিবারের মাঝে ২০০প্যাকেট ত্রাণ সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের হাতে তুলে দেন আশ াএনজিও’র কর্মকর্তারা। প্রতি প্যাকেটেছিল- ১০কেজিচাউল, ২কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি সয়াবিন তেল এবং ১কেজি লবন। এ সময় উপস্থিত ছিলেন – আশাএনজিও’র জেলা কর্মকর্তা ডি এম আশরাফুল ইসলাম,কলারোয়া আঞ্চলিক কর্মকর্তা আর এম রবিউল ইসলাম, বি এম আশরাফুল আলম, এবিএম সাইফুল ইসলাম, এলও বিষ্ণুপদ বৈরাগীসহপ্রমূখ।
পূর্ববর্তী পোস্ট