বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে অসুস্থদের মাঝে মাক্স বিতরণসহ সরকারি নির্দেশ অমান্য করায়, স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে সর্বমোট ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। উপজেলার বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আশাশুনি সদর ইউনিয়নের পুইজালা গ্রামের অরুন মন্ডলের পুত্র কিংকর মন্ডলকে ১০০ টাকা, শ্রীকলস গ্রামের শেখ আমজেদ আলীর পুত্র আলমগীর হোসেনকে ১০০ টাকা, বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রামের সূর্যকান্তর পুত্র প্রদীপ কুমারকে ১০০ টাকা, খাজরা ইউনিয়নের মনিপুর গ্রামের নুরুল ইসলাম সরদারের পুত্র হোসাইন সরদারকে ১০০ টাকা, কুল্যা ইউনিয়নের কাটাখালী বাজার থেকে শহিদুল সরদারের পুত্র সামিউল ইসলামকে ২০০ টাকা এবং সরকারি নির্দেশ অমান্য করায় আবু সাঈদকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন। এসময় আশাশুনি থানার পুলিশ ফোর্স ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট