মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় হিজড়া জনগৌষ্ঠির জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের কার্যালয়ে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিষ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসবি শাখার এএসপি শেখ মো. ইয়াছিন আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেল সুপার আবু জাহেদ, বিআরডিবি’র উপপরিচালক মো. নাসির উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. হারুন অর-রশিদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুনসি কুমার পাল, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, তালা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সদর হাসপাতাল সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল প্রমুখ। সেমিনারে হিজড়াদের নেত্রী খুকুসহ ২০ জন হিজড়া তাদের জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।
পূর্ববর্তী পোস্ট