নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভা ঘেরাও করে (বিছানা, বালিসসহ) সফল করার লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় নাগরিক আন্দোলন মঞ্চ পৌর ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে ইটাগাছা এলাকায় অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম,সাংগঠনিক সম্পাদক সায়েম ফেরদৌস মিতুল, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, আইন সম্পাদক এড. সালাউদ্দিন ইকবাল লোদী, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদা জাহান মৌ, প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক গোলাম হোসেন প্রমুখ। একই দাবিতে বিকাল ৬টায় পৌর ২নং ওয়ার্ডের রথখোলা এলাকায় পথ সভা অনুষ্ঠিত হয়। হয়।
সভায় বক্তারা বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার বাসিন্দা। অথচ সামান্য বৃষ্টিতে আমরা প্রতিবছর প্রায় ৬ মাস পানিতে ডুবে থাকতে হয়। উপকুলের মানুষ ভেড়ীবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার ভয়ে বাড়ি ঘর নির্মাণ করার চেষ্টা করছে। কিন্তু তাদের চেয়ে বেশী দূর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। শহরে পানি নিরসনের দায়িত্ব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। অথচ এ দূর্ভোগের সময় একটি দিনও খোজ নিতে আসেনি। নিয়মনীতি না মেনে পৌর এলাকায় মৎস্যঘের করেছেন। যার ফলে অত্র এলাকার শত শত মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছে। আমরা তাদের কোন সহযোগিতা চাইনা। আমাদের দাবি একটাই জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই।
২৭.০৮.২০২০