নিজস্ব প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৌজার ১২.৯৭ একর খাস সম্পত্তির অবৈধ জবর দখল উচ্ছেদ ও সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতির হাত থেকে রক্ষার দাবিতে ভূমিহীনদের পক্ষ থেকে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূমিহীনের পক্ষে শ্রীউলা গ্ৰামের মৃত বাবর আলী সরদারের ছেলে মোঃ আলাউদ্দিন (লাকি) এ অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ থেকে জানাগেছে, বুড়াকারাটি গ্ৰামের মৃত আবু বক্কার সিদ্দিক সানার ছেলে আবু হেনা শাকিল মাড়িয়ালা মৌজার জে.এল-১২২, ০১ নং খাস খতিয়ানের (শ্রেনি-খাল, বর্তমান-বাগানবাড়ি) ৫৭৭ দাগে ৬০শতক, ৫৮০ দাগে ৬৯শতক, ৮৮০ দাগে ৪একর, ৪৩ দাগে ২.২৪ একর, ৫৬ দাগে১.৫০ একর, ৫৭ দাগে ২৭ শতক, ৯৫ দাগে ৭৫ শতক এবং ১৭২ দাগে ২.৯২ একর (বশত বাড়ি) মোট ১২.৯৭ একর খাস সম্পত্তি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিগত ১০ বছর অবৈধ জবরদখল করে আসছে।
ভূমিহীনদের পক্ষে ইউএনও বরাবর লিখিত অভিযোগে আলাউদ্দিন (লাকি) বাংলাদেশ সরকারের ফাকি দেয়া রাজস্ব আদায়সহ অবৈধ জবরদখল উচ্ছেদে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানাকে সরেজমিন তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট