অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার তিনি কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পান। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনি নমুনা পরীক্ষা করান।
রিপোর্ট পজিটিভ পাওয়ার পর থেকে নুরুল ইসলাম নাহিদ নিজ বাসায় আইসোলেশনে চলে যান। চিকিৎসকরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। রোগ মুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।