মাত্র ৬৭ বলে ডাবল সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন ভারতের মুম্বাইয়ের ব্যাটসম্যান রুদ্র ধাণ্ডে। আবিজ রিজভি চ্যাম্পিয়নস ট্রফি আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্টে রিজবি কলেজের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়েন তিনি।
স্থানীয় ডালমিয়া কলেজের বিপক্ষে ম্যাচে রুদ্র ধাণ্ডে শুরু থেকেই বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৩৯ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন। ১৯ বছরের এই তরুণ ৬৭ বলে করেন ডাবল সেঞ্চুরি। অসাধারণ এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ২১ চার ও ১৫ ছক্কায়।
দারুণ রেকর্ড গড়ে উচ্ছ্বসিত রুদ্র বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাবতেই পারছি না এত বড় একটি ইনিংস খেলেছি আমি।’
দারুণ ইনিংসটি নিজের বাবা-মাকে তাঁদের বিবাহবার্ষিকীর উপহার হিসেবে দিলেন তরুণ ব্যাটসম্যান।
ব্যাটিংয়ে কাকে আদর্শ হিসেবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বীরেন্দর শেবাগের মতো মেরে খেলতেই পছন্দ আমার। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি রয়েছে আমার। আশা করছি ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।