নিরাপত্তা-সংক্রান্ত কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে গেছে প্রায় দুই বছর। এ বছর নতুন করে কথাবার্তা শুরুর পর সফরটি নিয়ে আর কোনো জটিলতা চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করলে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্যও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসর কথা অস্ট্রেলিয়ার। তার আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকা এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান শন ক্যারল। বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি।
ক্যারলের এ সফরের পর বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফরে এলে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, আমরা তাদের (অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের) সে ধরনের নিরাপত্তাই দেবো। গত বছর ইংল্যান্ড ক্রিকেট দলকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছিল, ঠিক তেমনটাই দেওয়া হবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে। এর বাইরেও যদি বাড়তি কোনো চাহিদা থাকে, তাহলে আমরা সেটারও ব্যবস্থা করব।’
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু সে বছর গুলশানে সন্ত্রাসী হামলার পর সফরটি স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতেও বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়ার যুব দল। তবে গত বছরের শেষদিকে ইংল্যান্ড বাংলাদেশ সফর করায় নিরাপত্তা-সংক্রান্ত মেঘ কেটে গিয়েছিল অনেকটাই। সে সময়ও বাংলাদেশে এসেছিলেন অস্ট্রেলিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান শন ক্যারল। এবারের সফর শেষেও তিনি শুনিয়েছেন আশার বাণী। বলেছেন, ‘আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ ও বিসিবির সঙ্গে কাজ করছি আগামী আগস্টে একটা সফল সফরের ব্যাপারে।’