কাশিমাড়ী প্রতিনিধিঃ গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে স্থাপিত জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা (ফসল-বেগুন) এর প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১লা ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলার শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম এনামুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালী, শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সমাজসেবক আব্দুল গফফার মিঠু, সিদ্দিকুল ইসলাম উপ-সহকারী কৃষি অফিসার জিয়াউল হক, সোমভো রন্জন, কামরুল ইসলাম, সফল বেগুন চাষী উজ্জ্বল হোসেন সহ অত্র এলাকার কৃষক-কৃষাণী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ -সহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান।
অনুষ্ঠানে অত্র এলাকায় বেগুন চাষ বিষয়ে কৃষকদের কে উদ্বুদ্ধকরণ সহ আগামী বছরে অত্র এলাকা থেকে বিষমুক্ত সবজি উৎপাদন করে সারাদেশ সহ দেশের বাহিরে রপ্তানি করার যাবতীয় প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম।
শংকরকাটিতে বেগুন প্রদর্শনীর কৃষি মাঠ দিবস
পূর্ববর্তী পোস্ট