কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সুপারিশ বিহীন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সংক্রান্ত যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৫ সদস্যের এই কমিটি কার্যক্রম পরিচালনা করেন। এসময় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যাচাই বাছাই কমিটি সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দাউদ আলী, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দারের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খান আহছান উল্লা, জেলা প্রশাসক এসএম, মোস্তফা কামালের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জামুকার প্রতিনিধি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। যাচাই বাছাই কার্যক্রম চলাকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডরগন, বীর মুক্তিযোদ্ধা ও সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। খোজ খবর নিয়ে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধাদের ভারতের লাল তালিকাসহ অন্যান্য বিষয়ে ৯৪ জনের যাচাই বাছাই কার্যক্রম অব্যহত রয়েছে। এর মধ্যে প্রথম দিনে ৩৫ জনের যাচাই বাছাই শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার এবং আগামি রোববার বাকীদের বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সম্পন্ন করা হবে।
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলমান
পূর্ববর্তী পোস্ট