নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা র্যাবের ভ্যাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল র্যাব-৬ সিপিসি ১ সাতক্ষীরা ক্যাম্পের উদ্যোগে র্যাব সদর দপ্তরের এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাদির শাহার নেতৃত্বে সদরের ও কলারোয়া অস্বাস্থ্যকর পরিবেশে ঝুরিভাজা ও মুড়ি উৎপাদন করার দায়ে ফ্যাক্টরীর মালিক বিজন বিশ্বাস কে এক লক্ষ টাকা ও বিএসটিআই এর নিয়মানুযায়ী পানি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দায়ে জমজম পানির প্লান্টের মালিক তৌফিকুজ্জামান লিটু ৫ হাজার টাকা, শহরেরর কাটিয়া অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি কেক বিস্কুট উৎপাদন ও বাজারজাত করনের দায়ে মালিক শারমিন আক্তার ৭৫ হাজার টাকা এবং লস্কর পাড়া আমিনুল ইসলাম কে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ফিড দিয়ে ভেজাল পণ্য দায়ে ফিডের চেয়ারম্যান সদরের লাবসা আলতাফুর রহমানকে এক লক্ষ টাকা সর্বমোট ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি মোঃ বজলুর রশিদ, ফিল্ড অফিসার সাফায়েত হোসেন, ইন্সপেক্টর মাইন উদ্দিন, সদর সেনেটারী ইন্সপেক্টর আবুল কাসেম।
অভিযানের বিষয়ে জানতে চাইলে র্যাবের এক কর্মকর্তা জানান, ভেজাল, অস্বাস্থ্যকর ও বিএসটিআই এর অনুমোদন বিহীন ফ্যাক্টরী ও কারখানাগুলো নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় র্যাবের মোবাইল কোর্টে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
পূর্ববর্তী পোস্ট