কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপনে কেক-কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে রবিবার বিকেলে সোহরাওয়ার্দী পার্কের উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি অফিসের এসপি মোঃ তোফায়েল আহমেদ। শুরুতে ৭ মার্চের জাতির জনকের ভাষন প্রচার করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন নাঈম ও সাবেক সভাপতি শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কেএম, জাফরুল আলম বাবু, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, মহিলা আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন, এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ইউনিয়ন আ‘লীগের সভাপতি সজল মুখার্জি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আশরাফুল ইসলাম আজিজি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নূর আহমেদ রনি, জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি শেখ শাহাজালাল, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। রাতে পেটের দায়ে সন্তান বিক্রি যাত্রাপালা এবং পরে মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উন্নয়নশীল দেশে উত্তরণে কালিগঞ্জে আনন্দ উদযাপন
পূর্ববর্তী পোস্ট