বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ‘এই কার্যালযে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো কোন কিছু হচ্ছে কি না তা জানতে তল্লাশি করেছি। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।’
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই কার্যালয়ে তল্লাশি চালায় হয়। আদালতের নির্দেশনায় এ তল্লাশি অভিযান চালানো হয় বলে দাবি করে পুলিশ।
এর আগে শনিবার সকালে সেখানে অভিযানের বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘সকালে ম্যাডামের (খালেদা জিয়া) কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কি কারণে ঢুকেছে আমরা তা জানি না।’
তল্লাশির খবর পেয়েই সেখানে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে দলীয় কাউকে না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের এ তল্লাশি; তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাইনি পুলিশ।
এদিকে অবৈধভাবে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অভিযানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীরা
তল্লাশির সময় ওই কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়ক দিয়ে লোক চলাচল বন্ধ করে দেয়া হয়।